জাতীয়বাংলাদেশলিড নিউজ

আওয়ামী লীগের কাউন্সিল: যেসব সড়ক থাকবে বন্ধ

এবিএনএ : রাজধানীর সোহরাওর্য়াদী উদ্যানে দুদনিব্যাপী আওয়ামী লীগরে ২০তম জাতীয় কাউন্সলি সামনে রখেে ঢাকা মহানগরে যান চলাচলরে বষিয়রে নর্দিশেনা দয়িছেে মহানগর পুলশি।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে, নগরবাসীকে ট্রাফিক শৃঙ্খলা ও নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।

গাড়ি কোন পথে যাবে

• শনিবার সকাল ৮টা পর্যন্ত বিজয় সরণী হয়ে ভিআইপি রোডের সব গাড়ি রূপসী বাংলা, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড় থেকে ডানে ঘুরবে।

• সকাল ৮টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানো পর্যন্ত ভিআইপি রোডে গাড়ি ঢুকবে না। ওই সময় উত্তরা থেকে আসা গাড়ি মহাখালী ফ্লাইওভারের নীচ দিয়ে মহাখালী টার্মিনাল, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল চার্চ, রাজমণি ক্রসিং, নাইটিংগেল, ইউবিএল, জিরোপয়েন্ট, আব্দুল গণি রোড , হাইকোর্ট ক্রসিং ও দোয়েল চত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢুকবে।

• মাওয়া থেকে আসা গাড়িগুলো বাবুবাজার, গুলিস্তান, জিরোপয়েন্ট, আব্দুল গনি রোড, পুরাতন হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বের হবে।

• চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, যাত্রাবাড়ী ও কাঁচপুর থেকে আসা গাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার, চাঁনখারপুল, দোয়েল চত্বর, বকশী বাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বের হবে।

• প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার পর ভিআইপি রোড (বিজয় সরণী, সোনারগাঁও ক্রসিং, বাংলা মোটর, রূপসী বাংলা, শাহবাগ, টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়) দিয়ে গাড়ি চলাচল করবে।

• প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান ছাড়ার সম্ভাব্য দুই ঘণ্টা আগে মৎস্য ভবন, কাকরাইল চার্চ থেকে বিজয় সরণী পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। ওই সময়ে কদম ফোয়ারা দিয়ে দক্ষিণের গাড়ি ইউবিএল, নাইটিংগেল, কাকরাইল চার্চ ও মগবাজার হয়ে মহাখালী যেতে পারবে।

• গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি থেকে আসা গাড়িগুলো মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া এভিনিউ, রাসেল স্কোয়ার, সাইন্সল্যাব ক্রসিং, নিউমার্কেট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা আজিমপুর ক্রসিং, পলাশী ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকবে।

শনিবার সকাল ৭টা থেকে যেসব সড়ক বন্ধ থাকবে

• মানিকমিয়া এভিনিউ থেকে ফার্মগেটের দিকে এবং রাসেল স্কোয়ার থেকে পান্থপথের দিকের রাস্তা বন্ধ থাকবে। এই সড়কের সব গাড়ি সায়েন্স ল্যাবরেটরি-নিউ মার্কেট-আজিমপুর-পলাশী-জগন্নাথ হল ক্রসিং হয়ে অথবা নিউ মার্কেট-নীলক্ষেত-ফুলার রোড দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করবে।

• কাঁটাবন থেকে শাহবাগের দিকের সড়ক বন্ধ থাকবে। গাড়িগুলো কাঁটাবন থেকে ডানে মোড় নিয়ে নীলক্ষেত ক্রসিং হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে।

• টিএসসি থেকে দোয়েল চত্বর উভয় পাশের সড়ক বন্ধ থাকবে।

• শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কের উভয় দিক বন্ধ থাকবে।

• দোয়েল চত্বর থেকে হাইকোর্ট ক্রসিং পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। অপর দিক দিয়ে অর্থাৎ হাইকোর্ট থেকে দোয়েল চত্বরের রাস্তা খোলা থাকবে।

• ইউবিএল থেকে কোনো গাড়ি কদম ফোয়ারার দিকে আসবে না।

• পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের সড়কের উভয় দিক বন্ধ থাকবে অর্থাৎ কদম ফোয়ারা থেকে মৎস্যভবন উভয় দিকে কোনো গাড়ি চলবে না।

• কাকরাইল চার্চ থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

• কার্পেট গলি, পরীবাগ গ্যাপ, শিল্পকলা একাডেমীর গ্যাপ, মিন্টু রোড ক্রসিং, অফিসার্স ক্লাব মোড় বন্ধ থাকবে। এসব জায়গা থেকে ভিআইপি রোডে কোনো গাড়ি ঢুকবে না।

গাড়ি পার্কিং বিষয়ে নির্দেশনা

• সচিবালয়ের সামনে আব্দুল গণি রোডে কোনো গাড়ি রাখা যাবে না।

• ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জিমনেশিয়াম মাঠ, রেজিস্টার বিল্ডিংয়ের সামনের মাঠ ও সড়কগুলোর পাশে (যাতে যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে) গাড়ি রাখা যাবে।

• সংসদ সদস্যেদের গাড়ি সম্মেলনস্থলে যায়গা না পেলে সেগুলো রমনা রেঁস্তোরা ও ঢাকা ক্লাবের মাঝখানের এলাকায় পার্কিং করা যাবে।

Share this content:

Related Articles

Back to top button