আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ের ওপর গণভোট পিছিয়ে গেল

এ বি এন এ : অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ের ওপর গণভোট পিছিয়ে গেল। এ বিষয়ে পার্লামেন্ট প্রায় সুনিশ্চিত। এর মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে সমকামী বিয়ের বৈধতা নেই এমন দেশগুলোর মধ্যে অন্যতম দেশে পরিণত হলো অস্ট্রেলিয়া। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, বামপন্থি বিরোধী লেবার পার্টির সমকামী বিয়েতে সমর্থন রয়েছে। তারা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, সমকামিতা নিয়ে সরকার যে গণভোট দেয়ার কথা বলছে তাতে তাদের সমর্থন নেই। তাদের বক্তব্য, এ নিয়ে গণভোট অপ্রয়োজনীয়। এতে খরচ অনেক। এ ভোটে বিতর্ক সৃষ্টি হবে। বিভাজন দেখা দেবে মানুষের মধ্যে। তাতে ক্ষতিগ্রস্ত হতে পারেন অস্ট্রেলিয়ার সমকামীরা। এ নিয়ে গণভোটের পরিবর্তে লেবার পার্টি ও অন্য বিরোধী দলগুলো চাইছে সমকামী বিয়ের আইন অবিলম্বে পার্লামেন্টেই পাস করতে। তবে সরকার এ প্রস্তাবের বিরোধিতা করছে। এ সব কারণে অস্ট্রেলিয়ার সমকামী সম্প্রদায় এক জটিল অবস্থায় পড়েছে। বিরোধী লেবার পার্টি যদি গণভোটের প্রস্তাবে পার্লামেন্টে সরকারকে সমর্থন না দেয় তাহলে সরকার গণভোট আহ্বান করতে পারবে না। কারণ, তাদের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক সিনেটের ভোট পড়বে না।

Share this content:

Related Articles

Back to top button