অর্থ বাণিজ্যলিড নিউজ

অর্থনৈতিক সব সূচক বাড়ছে, অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই: অর্থমন্ত্রী

এবিএনএ: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, “অর্থনৈতিক সবগুলো সূচক বাড়ছে। কাজেই এখানে অনিশ্চয়তা ও হতাশার কিছু নেই।” সোমবার দুপুর সোয়া ১২টায় ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ সর্বোচ্চ স্থানে এসে দাঁড়িয়েছি। আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের, সেগুলো বাড়ছে।”

ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, “আমাদের সবগুলো সূচকই তো বাড়ছে। কাজেই আমাদের এখানে অনিশ্চয়তার কিছু নেই, হতাশারও কিছু নেই। এগুলো নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।”

মানুষের মূল নজর মূল্যস্ফীতিতে, সে ব্যাপারে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “খালি ইনফ্লেশনটাই কনসার্ন হয়ে গেল! আর কিছু না? এক কোটি লোককে কার্ড দেওয়া হয়েছে, তারা সস্তা দামে পাচ্ছে।”

আয়কর আদায়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, “তারা সহায়তা করবেন। তারা যেটা করছেন সেটা করবেন। আরও ভালো করে করবেন, মন দিয়ে করবেন।” এসময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “ডিসিরা সব প্রকল্পে মাঠ পর্যায়ে কাজ করে। অগ্রাধিকার প্রকল্পগুলোতে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

Share this content:

Related Articles

Back to top button