
এবিএনএ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়ন বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের যেসব নেতারা জড়িত রয়েছে আসন্ন কাউন্সিলে গঠিত নতুন কমিটিতে তারা স্থান পাবে না। তাদেরও ছাড় দেয়া হবে না।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর নদীর উপর ফোর লেনের মহুরীসেতু উদ্ধোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশীদের কোনো হস্তক্ষেপে কাজ হবে না। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবো। বিদেশী শক্তির মধ্যস্থতা আমাদের কোনো প্রয়োজন নেই। ফোর লেনের কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজ প্রায় শেষ পর্যায়ে।
কিছুদিনের মধ্যে আনুসাঙ্গিক কাজ শেষ হলে খুব দ্রুত সময়ের মধ্যে প্রধান মন্ত্রী ফোর লেন উদ্ধোধন করবেন। এ সময় তার সঙ্গে ছিলেন- প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
Share this content: