বাংলাদেশলিড নিউজশিক্ষা

অনশনরত শিক্ষকদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে গণশিক্ষামন্ত্রী

এবিএনএ : অনশনরত প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে যান শিক্ষক প্রতিনিধির সদস্যরা।শিক্ষক প্রতিনিধির সদস্য শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত প্রাথমিক সহকারী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে শিক্ষক প্রতিনিধির ১২ জন সদস্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন।

তিনি বলেন, দুই ভাগ হয়ে শিক্ষক প্রতিনিধির সদস্যরা যান। প্রথম ধাপে ৬ জন, পরের ধাপে আরও ৬ জন যান। মন্ত্রী আমাদের তার বাসায় ডেকেছেন। দাবি-দাওয়া নিয়ে তার সঙ্গে আলোচনা হবে।উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যাগে এ অনশন কর্মসূচি চলছে। মহাজোটের অধীনে সহকারী শিক্ষকদের ১০টি সংগঠনের হাজার হাজার শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে যোগ দিয়েছেন অনশন কর্মসূচিতে।তাদের দাবি, আগের বেতন স্কেলগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বেতন পেতেন। কিন্তু ২০১৫ সালের বেতন কাঠামোতে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ব্যবধান তিন ধাপ। এখন প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে (মূল বেতন ১০ হাজার ২০০) বেতন পাচ্ছেন। আর প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১০তম গ্রেডে (মূল বেতন ১৬ হাজার টাকা)। সহকারী শিক্ষকরা এ বৈষম্য নিরসনে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০) বেতন চান।

Share this content:

Related Articles

Back to top button