আন্তর্জাতিক

অংক শিক্ষিকার এক ভিডিওতে তোলপাড় [ভিডিও]

এবিএনএ : শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংক শেখাচ্ছিলেন ওকসানা। শিক্ষার্থীদের ক্লাস নেয়ার সেই মুহূর্ত ভিডিও করে ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ওয়েব দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

এমন লাস্যময়ী শিক্ষিকার অঙ্গভঙ্গিতে মেতেছেন সবাই। ভিডিও ভাইরাল হওয়ার পরই সবাই হুমড়ি খেয়ে পড়েছেন তার সৌন্দর্যে।

ইন্সটাগ্রামে মাত্র কয়েক দিনের ব্যবধানেই তার ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজারে। এদের অধিকাংশই পুরুষ।

ওই শিক্ষিকার পুরো নাম ওকসানা নেভেসেয়েলার। তিনি বেলারুশের শিক্ষিকা।

https://youtu.be/F1T__hJcogw?t=1

Share this content:

Related Articles

Back to top button