আমেরিকালিড নিউজ

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিধ্বস্ত

এবিএনএ : আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে উড্ডয়নকালে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক জানান, বিমানটি স্থানীয় সময় রাত সাড়ে ৮ টার দিকে বিধ্বস্ত হয়। কুক বলেন, জোট বাহিনী বিধ্বস্ত হওয়ার যায়গাটি ঘিরে রেখেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে।

তবে তালেবানের দাবি, তাদের যোদ্ধারা বিমানটি গুলি করে ভূপাতিত করেছে। বিমানটির সকল আরোহী নিহত হয়েছে। এর জবাবে কুক বলেন, শত্রু পক্ষের হামলায় বিমানটি ভূপাতিত হয়েছে তাৎক্ষণিকভাবে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি।

Share this content:

Back to top button