রাকিবুল-আকবরের ব্যাটে শেষ ওভারে রোমাঞ্চ, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং
শেষ দুই ওভারে ২৭ রানের চাপ, রাকিবুল-তোফায়েলের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

এবিএনএ: রাজশাহীতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। সোমবার অনুষ্ঠিত ম্যাচে ৩০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি।
শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। ম্যাচ যখন টান টান উত্তেজনায়, তখন দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ। ৪৯তম ওভারে আন্দিলে মকগাকানার করা ওভারে তারা তিনটি ছক্কা হাঁকিয়ে ২০ রান তুলে নেন। রাকিবুল দুটি এবং তোফায়েল একটি ছক্কা মারেন।
শেষ ওভারে দরকার ছিল ৭ রান। সেটি তুলে নিয়ে দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন তারা। দুজনই ম্যাচ শেষে ২৪ রানে অপরাজিত থাকেন।
এই ম্যাচে জয়ের ভিত্তি গড়ে দেন ওপেনার মফিজুল ইসলাম রবিন। ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ৮৭ রানের ইনিংস বাংলাদেশের রানচেজকে সহজ করে তোলে। ওপেনিংয়ে জিশান আলমের সঙ্গে তার ৫২ রানের জুটি দলকে ভালো শুরু এনে দেয়।
মাঝ ইনিংসে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তখন সপ্তম নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক আকবর আলী ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে আবার ছন্দে ফেরান। তার ইনিংসে ছিল ৪টি চারের সঙ্গে ২টি ছক্কা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল দুই ব্যাটসম্যান কনর এস্টারহুইজেন (৭১) ও আন্দিলে সিমিলানে (৬১)-এর হাফ সেঞ্চুরিতে ৩০১ রান করে।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিপন মণ্ডল। তিনি ৩টি উইকেট তুলে নেন এবং দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন।
এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার, যেখানে বাংলাদেশ চাইবে সিরিজ নিশ্চিত করতে।
Share this content: