বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ব্যারিস্টার মওদুদের গাড়িবহরে হামলা, আহত ৫

এবিএনএ: নোয়াখালী কোম্পানিগঞ্জে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা ২টি গাড়ি ভাঙচুর ও পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে জখম করে।আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।আহতরা  হচ্ছেন-মো. দিদার, আফসার হোসেন, বেলায়েত হোসেন ও মো. রাকিবসহ যুবদলের ৫ নেতাকর্মী।মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন অভিযোগ করে বলেন, ‘সকালে পেশকারহাট, বামনী ও মুছাপুরের উদ্দেশে প্রার্থীসহ আমরা গাড়িবহর নিয়ে বের হই। পথে নতুন বাজার এলাকায় পৌঁছলে পিছন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ীতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পিছনে থাকা দুটি গাড়ি ভাঙচুর ও ৫ নেতাকর্মীকে পিটিয়ে জখম করে।’এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘মওদুদ আহমদ গাড়িবহর নিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে তিনি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share this content:

Back to top button