ট্রাম্পের হোয়াইট হাউসের জীবনে বাধা অ্যান্ড্রয়েড ফোন

এবিএনএ : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের স্মার্টফোনের ব্যবহার নিয়ে ইতোমধ্যেই বিড়ম্বনায় পড়েছেন। কারণ তিনি অ্যান্ড্রয়েড ফোন ছাড়তে চান না। তবে ট্রাম্পের হোয়াইট হাউসের আসন্ন লাইফস্টাইল মেনে চলা ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে বাঁধা আসতে পারে জানা গেছে।
এক সূত্র থেকে বলা হয়, ফোন ছাড়া ডোনাল্ড ট্রাম্প একদমই বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার উপদেষ্টা এবং বন্ধুদের সঙ্গে দূর থেকে যোগাযোগের জন্য এটিই তার মূল যন্ত্র। আর এটির মাধ্যমেই তিনি জনগণের সঙ্গে টুইটারে যোগাযোগ করে থাকেন।।
এছাড়া ট্রাম্প-ও খুব বেশি জানেন না কম্পিউটার কিভাবে ব্যবহার করতে হয়। এমনকি ২০০৭ সালের পর ট্রাম্প কখনো মেইল ব্যবহার করেন নি।
অফিসে নিজের ব্যক্তিগত ডিভাইস এবং অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন ট্রাম্প। নির্বাচনের সময় মার্কিন রাজনৈতিক দলের উপর হ্যাকের প্রভাব নতুন উচ্চতায় পৌঁছেছে বলা উল্লেখ করা হয়। আর অনেক ক্ষেত্রেই হ্যাকের কারণ হয়েছে অ্যান্ড্রয়েড ফোন।
এর আগে স্যামসাংয়ের পক্ষে কথা বলেছেন ট্রাম্প। স্বাভাবিকভাবেই বোঝা যায় তিনি অ্যান্ড্রয়েড ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি নির্বাচনী প্রচারণার সময় তিনি অ্যাপলের পণ্য বর্জনের ডাকও দিয়েছিলেন।
Share this content: