এবিএনএ : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত মন্তব্য আর কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যেই বেশ সমালোচনার মুখোমুখি হয়েছেন রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রদ আল-হুসেইন।
তবে আল হুসেইন ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে নির্যাতনের প্রতি ব্যবসায়ীর সমর্থন এবং মুসলমানদের প্রতি বিতর্কিত নীতির সমালোচনা করেছেন। এ থেকেই বোঝা যায় তিনি আসলে পরোক্ষভাবে ট্রাম্পেরই সমালোচনা করেছেন। হুসেইন বলেন, গোঁড়ামি শক্তিশালী নেতৃত্বের কোনো প্রমাণ বহন করে না।
তবে একই সঙ্গে রিপাবলিকান দলের অপর মনোনয়প্রত্যাশী টেড ক্রুজেরও সমালোচনা করেন আল হুসেইন। যুক্তরাষ্ট্রের মুসলিম এলাকায় নজরদারির পরিকল্পনার ব্যাপারে নিন্দা করেন তিনি। তার মতে, কাউকে ছোট প্রমাণ করতে অশ্লীল বা উত্তেজক কথা বলা কোনো ভালো মাধ্যম নয়। এ থেকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করাও কোনো সম্মানজনক পন্থা নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশীদের দৌঁড়ে এগিয়ে থাকা এক প্রার্থী মাস থানেক আগে নির্যাতনের পক্ষে মত দিয়েছেন। এটা একেবারেই আশা করা যায় না।