বিনোদন
সেন্সর বোর্ড কিছুই বাদ দেয়নি: করণ

এবিএনএ : বলিউড নির্মাতা করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুরের অন্তত তিনটি ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি চালিয়েছে ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)- এমন গুজব কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল।
এই গুজবের মধ্যে পরিচালক করণ জোহর জানালেন, সেন্সর বোর্ড ছবিটির কোন দৃশ্যই বাদ দেয়নি। করণ জোহর জানান, সেন্সর বোর্ড তার ছবি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখেছে। এতে কোন চুম্বন নেই। এমনকি ঠোঁট লাগানোর দৃশ্যও নেই।
অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর। এতে রণবীরের বিপরীতে আনুশকা শর্মাও অভিনয় করেছেন। এ ছাড়া অতিথি চরিত্রে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
Share this content: