এবিএনএ : নাখোশ চিত্রনায়িকা শবনম বুবলি। বিয়ে ও সন্তানের মা হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় গত কয়েকদিন ধরে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে। তিনিও উত্তর দিতে দিতে ক্লান্ত। তাই নিন্দুকদের দাঁতভাঙা জবাব দিতে এসব বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ‘বসগিরি’ তারকা।
বুবলি লিখেছেন, ‘আমি প্রেম করিনি, বিয়ে করিনি, বাচ্চা নেই, শাশুড়ি হইনি, নানী হইনি। প্রেম করছি না, বিয়ে নিয়ে ভাবছি না, বর্তমানে শুধুই আমার চলচ্চিত্র নিয়ে এবং কীভাবে দর্শকদের কিছু মানসম্পন্ন কাজ উপহার দেওয়া যায় তা ভাবছি।’
বুবলি বিয়ে করেছেন এবং তার সন্তানও আছে এমন একটি গুজব ছড়িয়েছে সংবাদমাধ্যমে। এসব খবর ভুয়া আর মিথ্যা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘মিডিয়ার মানুষও মানুষ। তাদেরও ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। ভবিষ্যতে প্রেম করলে, বিয়ে করলে আপনাদেরকে সবার আগে জানাবো। কারণ আপনারা পেশাদারি বিষয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কথাও দর্শক-পাঠকদের জানাতে আগ্রহী।’
কিছু সাংবাদিক না জেনে ও কথা না বলে মসলাদার মিথ্যা খবর পরিবেশন করছেন বলে অভিযোগ বুবলির। তবে সঠিক তথ্য জানার জন্য যোগাযোগ করায় সাংবাদিকদের অনেককে ধন্যবাদও দিয়েছেন বুবলি। তিনি মনে করেন, এসব ভুয়া খবর তৈরির পেছনে কোনো একটা চক্র কাজ করছে। এই চক্রের সদস্যরাই হিংসার বশবর্তী হয়ে এসব করাচ্ছে বলে ধারণা তার।
বুবলি মনে করেন, চলচ্চিত্রসহ গোটা সাংস্কৃতিক অঙ্গনে ভালো কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য সংবাদমাধ্যমের ভূমিকা অপরিহার্য। তাই সুস্থ পরিবেশ নিশ্চিতকরণে শিল্পীদের সহায়তা দেওয়ার চেষ্টা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।