বিনোদন

বিলবোর্ডের ওম্যান অব দ্য ইয়ার ম্যাডোনা

এবিএনএ : চলতি বছর বিলবোর্ডের ওম্যান অব দ্য ইয়ার পুরস্কার পাচ্ছেন মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্ক সিটিতে বিলবোর্ড ওম্যান ইন মিউজিকের ১১তম আসরে তার হাতে এ সম্মাননা প্রদান করা হবে।

দ্য হলিউড রিপোর্টার-বিলবোর্ড মিডিয়া গ্রুপের প্রধান সৃজনশীল কর্মকর্তা জেনিস মিন বলেছেন, ‘যাদের প্রভাব ও কর্মজীবন সংগীতকে ছাপিয়ে গেছে, তেমন স্বল্পসংখ্যক শিল্পীদের মধ্যে ম্যাডোনা অন্যতম। সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি, নিরন্তর নতুন প্রথা উদ্ভাবন ও জনদরদি মনোভাবের সুবাদে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। এখনও তার ক্যারিয়ার ফাটাফাটি।’

যোগ করে জেনিস মিন আরও বলেন, ‘ম্যাডোনা প্রথম সারির গুরুত্বপূর্ণ নারীবাদীদের মধ্যেও অন্যতম। নিজের প্রভাব কাজে লাগিয়ে নারী, লিঙ্গ ও সমঅধিকারের বিষয়ে পরিবর্তনে ভূমিকা রাখছেন।’

সংগীত সফর থেকে সর্বকালের সবচেয়ে বেশি আয়ের গায়িকা ম্যাডোনা। গত মার্চে সমাপ্ত হওয়া ‘রেবেল হার্ট ট্যুর’-এর মাধ্যমে এই কীর্তি গড়েছেন তিনি। ১০ লাখ টিকিট বিক্রি থেকে সাতবার গ্র্যামীজয়ী এই তারকার ঘরে এসেছে ১৭ কোটি মার্কিন ডলার।

সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম ও গানের গায়িকাও ম্যাডোনাই। বিলবোর্ড টু হান্ড্রেড চার্টের এক নম্বরে স্থান পেয়েছে ৫৮ বছর বয়সী এই শিল্পীর আটটি অ্যালবাম। আর শীর্ষ দশে ছিলো ২১টি অ্যালবাম। এ ছাড়া বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে ১২বার তার গান এক নম্বরে এসেছে। এ চার্টের শীর্ষ দশে স্থান পাওয়া রেকর্ডসংখ্যক ৩৮টি গানের শিল্পী তিনি।

 

Share this content:

Back to top button