খেলাধুলা

‘ইংল্যান্ডও ছেড়ে কথা বলবে না’

এ বি এন এ : বাংলাদেশকে এবার হুমকি দিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ট্রেভর বেলিস। তার দলের খেলোয়াড়রাও ছেড়ে কথা বলবেন না বলে জানালেন তিনি। মাঠে যে কোনো বিষয়ের জবাব দেয়ার জন্য তার দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছেন বলে জানালেন ট্রেভর বেলিস। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় মেজাজ হারান। আউট হওয়ার পর মাঠেই বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তেড়ে যান ইংলিশ অধিনায়ক জস বাটলার। বাংলাদেশের ফিল্ডারদের ‘অতি উৎসব’ দেখে তিনি নাকি মেজাজ হারান। এরপর খেলা শেষে পরস্পরের সঙ্গে হাত মেলানোর সময় তামিম ইকবালের দিকে আঙ্গুল উঁচু করে তেড়ে যান বেন স্টোকস। মাঠের ওই ঘটনার জন্য বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। আউট হওয়ার খেলোয়াড়কে ‘উত্যক্ত’ করায় তাদের এই জরিমানা গুনতে হয়েছে। অন্যদিকে আইসিসি’র ভাষায় ঘটনার ‘শিকার’ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর তিরস্কার করা হয়েছে বাটলারকে। ওই ম্যাচে ইংলিশ খেলোয়াড়দের মেজাজ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। অধিনায়ক বাটলারের মেজাজ হারানোর পক্ষে-বিপক্ষে ইংল্যান্ড মিডিয়া নানা কথা বলছে। সাবেক ইংলিশ খেলোয়াড় স্টিভ হার্মিসন ও মাইকেল ভন জস বাটলারকে সমর্থন করেছেন। বেন স্টোকস টুইটারে বাংলাদেশের খেলোয়াড়দের ‘হুমকি’ দিয়েছেন। আর এবার কোচ ট্রেভর বেলিসও বাটলারকে সমর্থন করলেন। এমন কি আগামীকালের তৃতীয় ম্যাচে তার দলের খেলোয়াড় ‘যোগ্য জবাব’ দিতে প্রস্ততি বলে জানালেন। বলেন, ‘আমরাও কোনো ব্যাপারে ছেড়ে কথা বলবো না। আমাদের দলে এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা ছেড়ে কথা বলে না। যে কোনো বিষয়ে ভাল জবাব দিতে পারে।’ মাশরাফি ও সাব্বিরের জরিমানা ও জস বাটলারের তিরস্কার নিয়ে বেলিস বলেন, ‘ম্যাচ রেফারির প্রতিবেদন আমি পড়িনি। তাদের (বাংলাদেশ) দু’জনকে জরিমানা আর বাটলারকে সতর্ক করা হয়েছে- এই তো? আমি জানি, বাটলার তার নেতৃত্বের সম্মানকে কখনোই অপমানিত হতে দেবে না। জসের তীব্র আবেগ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে আবেগের বহিঃপ্রকাশে একটু সতর্ক হলে ভাল হয়।’ তিনি আরো বলেন, ‘আমি কোচের দায়িত্ব নেয়ার পর এই প্রথম জসকে সতর্ক করা হলো। আমি মনে করি অধিনায়ক হিসেবে যে কোনো বিষয়ে নিজের দলের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর অধিকার তার আছে।’

Share this content:

Related Articles

Back to top button