আমেরিকা

বিতর্ক মঞ্চে হলো না করমর্দন

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্ক চলছে সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে। কয়েকদিন আগে হফস্ট্রা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত প্রথম বিতর্কে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন একে অপরের সঙ্গে করমর্দন করেছিলেন। ওই সময়টিতে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন তারা। কিন্তু দ্বিতীয় বিতর্কে মঞ্চে ওঠার পর করমর্দন করেননি হিলারি-ট্রাম্প।

রবিবার সন্ধ্যায় বিতর্ক শুরুতে প্রেসিডেন্ট প্রার্থীদের দর্শকের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় দুজনেই মাথা নাড়ান এবং ভদ্রতাসূচক হাসি দেন। কিন্তু অন্য সময়ের মতো এদিন একে অপরের সাথে হাত মেলাননি। একই মঞ্চে বিতর্ক অনুষ্ঠিত হলেও দুই প্রার্থীরই চেষ্টা ছিল যতটকু সম্ভব দূরত্ব বজায় রাখার।

তবে তাদের হাত না মেলানোর বিষয়টিই সবচেয়ে বেশি দৃষ্টিকটু লেগেছে। দর্শকদের চোখও এড়াতে পারেনি তা। বিতর্ক কী বিষয়ে হচ্ছে তার চেয়ে এখন দেশটির গণমাধ্যমে এই হাত না মেলানোর বিষয়টিই আলোচিত হচ্ছে বেশি।

Share this content:

Related Articles

Back to top button