আন্তর্জাতিক

অভিবাসী বিরোধী নতুন নীতি ঘোষণা বৃটেনে

এ বি এন এ : অভিবাসন বিরোধী নতুন দমন নীতি ঘোষণা করেছে বৃটেন। এর প্রভাব পড়বে বিদেশী পেশাদারদের ওপর। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে বিদেশী পেশাদার বৃটেনে নিয়োগের ক্ষেত্রে বৃটিশ কোম্পানিগুলো এতে কঠিন অবস্থার মুখোমুখি হবে বলে মনে করা হচ্ছে। এ নীতির অধীনে আগামী বছর থেকে অবৈধ অভিবাসীরা যাতে প্রয়োজনীয় সেবানা পায় তা নিশ্চিত করতে নিয়মিত চেক করতে বলা হবে ব্যাংকগুলোকে। বৃটিশ সরকারের এ নীতি বাস্তবায়ন করা হলে তাতে দুর্ভোগে পড়বে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এমন সব দেশ। ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির দলীয় বার্ষিক সম্মেলনে বার্মিংহামে বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড এ নীতির পক্ষে কথা বলেন। তিনি বলেন, অভিবাসীর সংখ্যা কমিয়ে আনতে তিনি বিভিন্ন রকম উপায় খুঁজছেন। এক্ষেত্রে একটি কৌশল হলো ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসা। তিনি বলেন, আমরা যদি ব্যবসার কথা বুঝাতে চাই তাহলে সব উৎসের দিকে আমাদের দেখতে হবে। আমাদেরকে ‘ওয়ার্ক অ্যান্ড স্টাডি রুটের’ দিকে তাকাতে হবে। কোম্পানিগুলো বিদেশ থেকে লোকবল আমদানি করবে কিনা সে বিষয়েও কঠোর পদক্ষেপ নেয়া উচিত। অ্যাম্বার রাড বলেন, এরই মধ্যে অভিবাসন কঠোর করার জন্য নতুন একটি কনসালটেশন ঘোষণা করেছেন। বৃটিশ কোম্পানির জন্য এ নীতি হলো একটি পরীক্ষা। এ পরীক্ষায় দেখতে হবে বাইরে থেকে মানুষ এসে বৃটেনের শ্রম বাজারে শূন্যতা পূরণ করছে। এখন দেখতে হবে সেটা বৃটিশরাই করতে পারে কিনা।

Share this content:

Related Articles

Back to top button