জাতীয়বাংলাদেশলিড নিউজ

কাপ্তাই হ্রদে ভবন ধস: নিহতের সংখ্যা বেড়ে ৫

এ বি এন এ : রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদে দোতলা ভবন ধসে পড়ার ঘটনায় আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উদ্ধার অভিযানে নেমে  সাজেদুল নামে ঐ শিশুটির  লাশ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল।
এর আগে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চারজনকে মৃত ও পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই ভবনের বাসিন্দা ট্রাকচালক জাহিদুল ইসলাম (৪০), তার ছেলে সাজিদুল (১০) ও  সামিদুল (৭),  গৃহশিক্ষক রাঙামাটি সরকারি কলেজের অনার্সের ছাত্রী উম্মে হাবিবা রুনা (২২) এবং ভবনের আরেক বাসিন্দা রফিকের মেয়ে পিংকি (১৩)।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান জানান, মঙ্গলবার সন্ধ্যায় রিজার্ভ বাজার এলাকায় হৃদ ঘেঁষে গড়ে তোলা দ্বিতল ভবনটি ধসে পড়ে বলে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দোতলা পাকা ভবন হঠাৎ পানিতে ধসে পড়ে। হেলে পড়া ভবনের উপরতলা থেকে বেশ কিছু লোক বের হতে পারলেও নীচ তলা পানিতে তলিয়ে যাওয়ায় কেউই বের হতে পারেনি।
রাঙামাটির পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাড়িটির মালিক টিটু ঠিকাদারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেছে।

Share this content:

Back to top button