
এ বি এন এ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের অধীনে প্রশম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
এতে ৩৩ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩ হাজার৮০০ জন উত্তীর্ণ হয়েছে। যা শতকরা হিসাবে ১১.৪৩। খ ইউনিটের অধীনে আসন রয়েছে ২ হাজার ৩৩৩টি। বিভিন্ন কারণে ৮৭৯ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে জানা যাবে। এছাড়া, DU KHA লিখে roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে যেকোন অপারেটরের মোবাইল ফোন থেকে send করে ফিরতি SMS -এ ভর্তিচ্ছুরা ফল জানতে পারবে।
পাসকৃত শিক্ষার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ৯ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবে। কোটায় আবেদনকারীদের ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে ডিন অফিস হতে কোটার ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে ডিন অফিসে জমা দিতে হবে। বিষয় মনোনয়নের সাক্ষাৎকার শুরু হবে আগামী ১৬ অক্টোবর থেতে।
Share this content: