বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বাংলাদেশের অর্থনীতি অনেক উন্নত দেশের তুলনায় শক্তিশালী: কাদের

এবিএনএ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় শক্তিশালী। আইএমএফের মতে, বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ।’ তিনি বলেন, ‘বিএনপির নেতারা বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করে বেড়ান। বাংলাদেশ নাকি এক মাসের মধ্যে শ্রীলঙ্কা হয়ে যাবে। কিন্তু পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি। তাদের এক মাসেরও আমদানি ব্যয় মেটানোর ক্ষমতা নেই। কিন্তু বিএনপি নেতারা সে কথা একবারও বলেন না। তাদের কি লজ্জা করে?’

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের বাকি আর এক বছর। তাই আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য রাজশাহীবাসীর সমর্থন জানতে চাইবেন।’ তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের মাত্র ২১ বছর ক্ষমতায় আওয়ামী লীগ। এই অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। উন্নয়নে আর অর্জনে আজ বদলে গেছে রাজশাহী। এ নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।’

Share this content:

Back to top button