এবিএনএ : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী ৩ এপ্রিল প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে রিভিউ পিটিশনটি শুনানির জন্য দিন ধার্যের তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।
বুধবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেন হায়দায় এই আদেশ দেন।
মঙ্গলবার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিমকোর্টের রিভিউ পিটিশন দাখিল করেন নিজামী। আজ রিভিউ পিটিশন শুনানির দিন ধার্য করতে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল শুনানির দিন ধার্যের জন্য আবেদন পেশ করেন। আদালত আবেদনটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। .
বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৫ মার্চ প্রকাশ পায়। নিয়মানুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আসামিকে রিভিউ পিটিশন দাখিল করতে হয়। সেই মোতাবেক মঙ্গলবার রিভিউ পিটিশন দাখিল করা হলো।