
এবিএনএ: শপথ নিলেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সন্ধ্যায় সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এপিএস (সহকারী ব্যক্তিগত কর্মকর্তা) ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো. শফি উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শফি উদ্দিন বলেন, বিকাল ৪টায় শপথগ্রহণ শেষে তার নির্বাচনী এলাকা সালথা-নগরকান্দার নেতকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন লাবু চৌধুরী।
প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে ০৫ নভেম্বর আসনটিতে উপ-নির্বাচনে ৫৩ হাজার ৯৩৪ ভোটের ব্যবধানে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়াকে পরাজিত করে বিজয়ী হন নৌকার মনোনীত প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু।
Share this content: