নতুন করে প্রেমে মজেছেন সানি লিওন। তাহলে কি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল? এমন খবর যখন চারদিকে ছড়িয়ে পড়লো সবার উদ্দেশ্যে সানি জানান দিলেন ব্যক্তিজীবনে কোনো বিচ্ছেদের ঘটনা ঘটেনি তার। তবে নতুন রোমান্স চলছে জ্যাকি ভাগনানির সঙ্গে। সেটা একটি পানীয়ের বিজ্ঞাপনের জন্য। সম্প্রতি ‘গোল্ড ফগ’ পানীয়ের বিজ্ঞাপনে চুটিয়ে রোম্যান্স করেছেন সানি এবং জ্যাকি। এর অ্যাম্বাসেডর হয়েছেন তারা। আর সেই বিজ্ঞাপনের মডেল হয়েই এখন টিভিপর্দায় রোম্যান্স করছেন জ্যাকি ও সানি। পর্ন তারকার তকমা ছেড়ে বলিউডে এসে ঠাঁই করে নিয়েছেন। একাধিক ছবিতে তার অসাধারণ নৈপুণ্য দর্শকের নজড় কেড়েছেন এরই মধ্যে। যেখানে প্রধান নায়িকার চরিত্রে কাজ করতে পারছেন না সেখানে আইটেম গার্ল হিসেবেও দেখা যাচ্ছে তাকে। বলিউড বাদশার নতুন ছবি ‘রাই’-এ সানিকে আইটেম গানে পারফরম করতে দেখা যাবে। সে সঙ্গে অজয় দেবগনের নতুন ছবিতেও আইটেম কন্যা হিসেবে থাকবেন বেবিডল। কিছুদিন আগে তার অভিনীত ‘বেইমান লাভ’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন সানি। তবে পূর্ব ঘোষনা অনুযায়ী এটাই সানির উত্তেজক দৃশ্যে অভিনয়ের শেষ ছবি। এরপর আর কোনো ছবিতে নগ্ন হওয়া বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না বলেই জানিয়েছেন এ অভিনেত্রী।