এবিএনএ: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এ নিষেধাজ্ঞার ফলে তার আর রাশিয়ায় প্রবেশের সুযোগ থাকছে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘শত্রুতাপূর্ণ’ অবস্থান নেওয়ায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়। মন্ত্রণালয়টি বলছে, বরিস জনসনের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ও সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মেসহ দেশটির মোট ১৩ রাজনীতিবিদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। তাদের বেশিরভাগই মন্ত্রিসভার সদস্য।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য সরকারের শত্রুতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বিশেষ করে রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শিগগির এই তালিকা আরও বড় করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে মস্কো।