এবিএনএ: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের ২৪তম দিন আজ। শুক্রবার এমন পরিস্থিতিতে রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপীয় দেশ বুলগেরিয়া। শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলজাজিরার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান কূটনৈতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানায়নি বুলগেরিয়া সরকার। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রুশ অভিযানের জেরে বহিষ্কার হয়েছেন তারা। বুলগেরিয়া ভৌগোলিকভাবে রোমানিয়া, সার্বিয়া, গ্রিস এবং এশিয়ার তুরস্কের সীমান্তবর্তী দেশ।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২৪তম দিন।