এবিএনএ: শোবিজ অঙ্গনের আলোচিত নাম মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে শাড়ি পরা একটি ছবি পোস্ট করেন প্রভা। পাশাপাশি সব বিষয়ে নারীকে দোষারোপ না করে তাদের প্রতি সম্মান জানানোর কথা উল্লেখ করে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।
প্রভা তার লেখার শুরুতে বলেন—‘কোনো নারীর বিবাহবিচ্ছেদ হলে বলা হয় সে স্বামীকে ধরে রাখতে পারেনি। ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, সে কী পোশাক পরেছিল? কোনো নারীর সন্তান না হলে তাকে বন্ধ্যা বলা হয়। ছেলে সন্তান জন্ম না নিলে বলা হয়, ওই নারীর গর্ভে কোনো ছেলে নেই। আবার কোনো নারী ধনী এবং স্বাধীন প্রিয় হলে তাকে পতিতা বলা হয়। সন্তান খারাপ হলেও সব দোষ মায়ের। কারণ মা-ই তার সন্তানকে নষ্ট করেছে।’