এবিএনএ: দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বার বার স্থগিত করে কারামুক্ত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন, তা বিএনপি মনে রাখবে বলে আশা করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘যে বেগম জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করা ও হত্যাকারীদের উৎসাহ দেয়ার জন্য নিজের জন্ম তারিখ বদলে ১৫ আগস্ট কেক কাটেন, যার স্বামী জিয়াউর রহমান হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত, যে খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২০ মিনিট দাঁড়িয়েছিলেন- দুয়ার খোলেননি, সেই খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, বিএনপি এবং বেগম জিয়া আশা করি ভবিষ্যতে সেটি মনে রাখবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। বুধবার সমকালকে বিষয়টি নিশ্চত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর একটি আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি জনমনে বিভ্রান্তি ছড়ানোতে ‘লিপ্ত’ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা তো জনগণের কাছে যান না, তিনি মাঝেমধ্যে ঠাকুরগাঁও যান, টেলিভিশনে প্রোগ্রাম করেন, আর মাঝেমাঝে লোক দেখানো কিছু প্রোগ্রাম করেন। জনগণ যে আজকে ভালো আছে, সেটা তারা জানেন না, চান না। জনগণ ভালো আছে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে। এজন্য নানা বিভ্রান্তিকর কথা বলেন তারা।’
‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের কষ্ট ও দুর্ভিক্ষ হয়, এসি রুমে বসে তারা মানুষের কষ্ট বোঝেন না’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘এই করোনাকালে সঙ্কটের সময়ে আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে থেকেছে, বিএনপি কখনও থাকেনি, দু-একটি লোক দেখানো প্যাকেট বিতরণ আর টিভি ফটোসেশনের বাইরে কিছু করেনি।’
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- চট্টগ্রামের উন্নয়ন তিনি নিজের হাতে তুলে নিয়েছেন। সে মোতাবেক সমগ্র চট্টগ্রামব্যাপী অনেকগুলো মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিতকতায় আমার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা থেকে সুপেয় পানি চট্টগ্রাম শহরে সরবরাহ করা হচ্ছে। রাঙ্গুনিয়াবাসী অত্যন্ত খুশি হয়ে প্রকল্প বাস্তবায়নে যে সহযোগিতা করেছে, এজন্য তাদের ধন্যবাদ।’