এ বি এন এ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে জঙ্গি দমনের নামে বিএনপিকে দমন করা হচ্ছে। জঙ্গি দমনে বিএনপির ডাকে সরকার সাড়া না দিলেও দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গি দমনে কাজ করবে বিএনপি।’
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
সরকার জঙ্গি দমনে আন্তরিক নয় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিষয়টিকে তারা রাজনৈতিক ভাবে ব্যবহার করছে। বিএনপি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছে সেটা অব্যাহত আছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত কর্মসূচি দেবো।
বিএনপির নতুন কমিটিতে যোগ্য নেতাদের অন্তর্ভূক্ত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি নয় আওয়ামী লীগ জড়িত। ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হয়েছিল। যেখানে আওয়ামী লীগ নেতারাই মন্ত্রিত্ব পেয়েছিলেন। যতো মিথ্যাচারই করা হোক ইতিহাসের সত্যকে উল্টানো যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারফত আলী সফু, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান প্রমুখ।