এবিএনএ : প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলাকে ব্রিটেনের পরবর্তী রানি হিসেবে দেখতে চান রানি এলিজাবেথ। শনিবার সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি উপলক্ষে লেখা এক চিঠিতে তিনি এই আকাঙ্খার কথা প্রকাশ করেছেন। রানি এলিজাবেথ খোলা চিঠিতে জনগণের উদ্দেশে বলেছেন,‘আমি আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে যে আনুগত্য ও ভালোবাসা দিয়ে চলেছেন তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ ও বিনীত।’
রানি জানিয়েছেন, তার প্রতি যে সমর্থন জনগণ দিয়েছেন, প্রিন্স চার্লস রাজা ও ক্যামিলা রানি হওয়ার পর তারাও একই ধরনের সমর্থন পাবে বলে তিনি আশা করেন। তিনি লিখেছেন, ‘এটা আমার একান্ত কামনা যে, যখন সেই সময় আসবে তখন ক্যামিলা পাটরানি হিসেবে তার আনুগত্য সেবা অব্যাহত রাখবেন।’
চার্লস ও ক্যামিলার প্রেম অনেক পুরোনো। ২০০৫ সালে তারা বিয়ে করেন। চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানাকে যেভাবে ট্যাবলয়েড পত্রিকাগুলো অনুসরণ করতো সেভাবে ক্যামিলার পেছনে তারা ছোটেনি। কখনো রাজপরিবারের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি ক্যামিলার। রানি এলিজাবেথের এই মন্তব্যের পর এখন থেকে প্রিন্স চার্লসের পাশাপাশি তিনিও রাজকীয় কর্তৃব্য পালনের সুযোগ পাবেন।