জাতীয়বাংলাদেশলিড নিউজ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

এবিএনএ : কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ধারণা করা হচ্ছে, আগুনে আনুমানিক কয়েকশ ঝুঁপড়ি ঘর পুড়ে গেছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, ১৬নং ক্যাম্পের জি- ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০নং ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬ কেবিন পুড়ে যায়।

Share this content:

Back to top button