আন্তর্জাতিকলিড নিউজ

নেদারল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত ৬১ জনের করোনা শনাক্ত

এবিএনএ: দক্ষিণ আফ্রিকা থেকে শুক্রবার দুটি ফ্লাইটে আমস্টারডামে আসা ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তাদের শরীরে সম্প্রতি আবিষ্কৃত ওমিক্রন ভ্যারিয়েন্টের কোনো সংক্রমণ আছে কিনা তা জানতে শনিবার ভোরে আরও পরীক্ষা করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দুটি কেএলএম ফ্লাইটে প্রায় ৬০০ যাত্রী আমস্টারডামের শিফোল বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাদের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কারণে কয়েক ঘণ্টা বিলম্ব এবং পরীক্ষার মুখোমুখি হতে হয়। স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, পজিটিভ রোগীসহ ভ্রমণকারীদের শিফোলের বা তার কাছাকাছি একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হবে।শনাক্তদের কারো শরীরে ওমিক্রম ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানতে দ্রুত গবেষণা করা হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button