বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকার আমাদের সব অধিকার হরণ করে নিয়েছে। আজ আমরা একটা বড় জায়গায়, খোলা জায়গায় তাঁর জন্য দোয়া করার অনুমতি পাই না। আজকে সভা-সমাবেশ করার অনুমতি পাই না। কারণ, এই ফ্যাসিস্ট সরকার জানে, আজকে যদি আমরা জনগণকে সঙ্গে নিয়ে বের হই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে সমস্ত দেশ উজ্জীবিত হবে।’
মির্জা ফখরুল দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে বলেন, ‘চিকিৎসকেরা ইতিমধ্যে বলেছেন, তাঁর অনেক ধরনের অসুখ। সত্যিকার অর্থে তাঁকে যদি সুস্থ করতে হয়, তাহলে এ দেশে সেই ধরনের কোনো অ্যাডভান্স মেডিকেল সেন্টার নেই। এ জন্য বারবার সরকারকে বলা হয়েছে, পরিবার থেকে আবেদন করা হয়েছে, অন্তত মানবতার স্বার্থে তাঁকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা বারবার বলছি, কিন্তু তাঁকে সে সুযোগ দেওয়া হচ্ছে না।’