এবিএনএ: সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন পদত্যাগ করেছেন। বুধবার দেশটির পার্লামেন্টের স্পিকার আন্দ্রিয়াস নোরলেনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। স্টিফান লোফভেন পদত্যাগ করায় ভাগ্য খুলতে যাচ্ছে অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের। সবকিছু ঠিক থাকলে তিনিই হবেন সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের
গত সপ্তাহেই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন। সব কিছু মিলিয়ে নতুন সরকার গঠনের জন্য একধাপ এগিয়ে গেলেন তিনি। ৬৪ বছর বয়সী লোফভেন পদত্যাগ করায় প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন দেশটির স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে লোফভেন বলেছেন, সব দিক বিবেচনায় স্পিকারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছি। এদিকে আইনপ্রণেতারা যদি বিপক্ষে ভোট দেন, তবে প্রধানমন্ত্রী হওয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে ম্যাগডালেনা অ্যান্ডারসনের।