এবিএনএ: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংগঠনের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এরপর বনানী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শহীদদের প্রতি প্রথমে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।