এ বি এন এ : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সাংবাদিক, রাজনীতিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবসহ কয়েকটি সাংবাদিক সংগঠন শ্রদ্ধা জানায়। একই সঙ্গে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের উদ্যোগ ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ারসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় প্রেসক্লাবের পরপর স্বাধীনতা সাংবাদিক পরিষদ, পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল ৯টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রক্তদান কর্মসূচিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রেসক্লাবে বহু বছর পর ফুল দেওয়ার সৌভাগ্য হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেন, জাতির জনকের নামে দেশে একটিমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ রক্তদানের মাধ্যমে বঙ্গবন্ধুর রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হবে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডা. শরফুদ্দিন, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।