এবিএনএ: মার্কিন ধনীদের তালিকায় এবার নেই সাবেক প্রেসিডেন্ট ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের নাম। ১৯৯৭-১৬ সাল পর্যন্ত মার্কিন ফোর্বস ম্যাগাজিনের করা ধনীদের তালিকার ওপরের দিকেই ছিল ট্রাম্পের নাম। খবর আনাদোলুর। কিন্তু ২৫ বছর পর এবারই প্রথম ফোর্বসের তালিকায় ৪০০ শীর্ষ মার্কিন ধনকুবেরের মধ্যে ট্রাম্পের নাম নেই।
বর্তমানে ট্রাম্পের সম্পদের পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার। তার সম্পদের পরিমান আরও ৪০ কোটি বেশি হলে এ তালিকায় তার নাম থাকতে পারত। মার্কিন এ আবাসন ব্যবসায়ী গত বছর ম্যাগাজিনে শীর্ষ ধনীদের তালিকায় ৩৩৯ নাম্বারে ছিলেন।কিন্তু করোনার কারণে ট্রাম্পের আবাসন ব্যবসায় ধস নামায় প্রায় ৬০ কোটি ডলারের লোকসান হয়। এ কারণেই ধনীদের ক্লাবে এবার স্থান হয়নি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের।
Share this content: