আন্তর্জাতিক

মদ খেয়ে গাড়ি চালিয়ে সুন্দরী মন্ত্রীর পদত্যাগ

এ বি এন এ : মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন সুইডেনের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আইদা হ্যাজেলিক। শনিবার এক সংবাদ সম্মেলনে তার এ সিদ্ধান্তের কথা জানান তিনি।  স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এবিএনএ।  দক্ষিণ শহর মালমোতে বৃহস্পতিবার মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তার শরীরে ০.২ মাত্রার অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। পদত্যাগের পাশাপাশি ৬ মাসের কারাদণ্ডও হতে পারে তার। ২৯ বছর বয়স্ক হ্যাজেলিক শুক্রবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনকে বলেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল এবং এ কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।  বসনিয়া-হার্জেগোভিনায় জন্ম নেয়া হ্যাজেলিক সুইডেন সরকারের মন্ত্রিসভার প্রথম নারী মুসলিম মন্ত্রী ছিলেন। ২০১৪ সালে লোফভেনের মন্ত্রিসভায় যোগ দেন তিনি। পাঁচ বছর বয়সে বসনিয়া থেকে তিনি সুইডেনে চলে আসেন। ২৯ বছর বয়সী আইদা সুইডেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মন্ত্রী। তিনি বর্তমান সুইডিস সরকারের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button