এবিএনএ : হোয়াইট হাউসে আগস্টে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে মিলিত হন। এ বৈঠকে বাইডেনের আচরণ নিয়ে ব্যঙ্গ করেছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু।
তুরস্কের গণমাধ্যম আনাদোলু ইসরাইলের ওয়ালা নিউজের বরাতে এ তথ্য জানায়। বাইডেন-বেনেটের মধ্যে বৈঠক নিয়ে জানতে চাওয়া হলে জবাব দেওয়ার সময় নেতানিয়াহু তার মাথা ব্যঙ্গাত্মকভাবে হালকা সামনের দিকে নামিয়ে বলেন, আমি শুনেছি, বাইডেন বৈঠকে অত্যন্ত মনযোগী ছিলেন। পরে নেতানিয়াহুর এ মন্তব্যের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে লিকুদ পার্টি। বিবৃতিতে ব্যঙ্গ করার বিষয়টি অস্বীকার করা হয় এবং বলা হয়, ৪০ বছর ধরে ইসরাইলের বন্ধু বাইডেনকে নিয়ে নেতানিয়াহু ব্যঙ্গ করেননি।
২৭ আগস্ট বাইডেনের সঙ্গে বেনেট ওয়াশিংটনের ওভাল অফিসে বৈঠকে মিলিত হন। বৈঠকে ইরান ইস্যু ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। দীর্ঘ ১২ বছর পর বেনেটের কাছে প্রধানমন্ত্রীত্ব হারান নানা বিষয়ে বিতর্কিত কট্টরপন্থি ইহুদিবাদী নেতা বেনয়ামিন নেতানিয়াহু।