এবিএনএ : ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক মিশন আনুষ্ঠানিকভাবে শেষ করতে একটি চুক্তি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল- কাদিমী। আজ সোমবার (২৬ জুলাই) ওভাল অফিসে প্রথমবারের মতো সামনাসামনি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা। সেখানেই এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, চুক্তি সম্পন্ন হলে চলতি ২০২১ সালের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার হবে। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ ১৮ বছরের মার্কিন মিশন শেষ হবে। বাইডেন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা বলেন, বৈঠক শেষে ইরাকে মার্কিন সামরিক মিশন শেষ হওয়ার ব্যাপারে একটি বিবৃতি জারি করা হবে।
বর্তমানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে। সেখানে তাদের কাজ হলো ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়া। যেন তারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারে। বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা আরও বলেন, মিশন সম্পন্ন হয়েছে বলে কেউই ঘোষণা করবে না। মূল লক্ষ্য হলো আইএসআইএসকে পরাজিত করা।
Share this content: