জাতীয়বাংলাদেশলিড নিউজ

একদিনে করোনায় সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু, শনাক্তেও রেকর্ড ৯৯৬৪

এবিএনএ : দেশে একদিনে করোনায় শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায়  রেকর্ড সংখ্যক ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল ৪ঠা জুলাই ১৫৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জনে।  নতুন করে  দেশে সর্বোচ্চ শনাক্ত  হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এর আগে চলতি বছরের ৩০শে জুন ৮ হাজার ৮২২ জন শনাক্ত হয়েছিল দেশে। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮৫ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।

Share this content:

Related Articles

Back to top button