এ বি এন এ : রাজধানীর গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা আবাসিক এলাকায় চালু হয়েছে বিশেষ বাস ও রিকশা সার্ভিস।
বুধবার সকালে গুলশানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ বিশেষ সার্ভিসের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নিয়ন্ত্রিত এই বিশেষ সার্ভিস চালুর ফলে এ এলাকায় যানজট যেমন কমবে, তেমনি নিরাপত্তা জোরদার হবে।
তিনি বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সম্ভব্য সকল উপায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
গুলশান পুলিশ প্লাজার সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে নগর সার্কুলার বাস সার্ভিস ‘ঢাকা চাকা’র উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি’র মেয়র আনিসুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক নির্বাচন কমিশনার ড. এ বি এম শামসুল হুদা, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ।
গুলশান, বারিধারা, বনানী, নিকেতনসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এই বাস সার্ভিস চালু করা হয়েছে।
ঢাকার চাকা বাস সার্ভিসে পুলিশ প্লাজা থেকে গুলশান ২ নম্বর গোলচত্বর এবং কাকলী মোড় থেকে নতুন বাজার-এই দুটি রুটে প্রতি ১০ মিনিট পরপর বাস ছাড়বে। প্রতিটি বাস ৩৫ আসনবিশিষ্ট। প্রাথমিকভাবে মোট ২০টি বাস নামানো হয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।
একটি রুটের বাস ছাড়বে তেজগাঁও-গুলশান লিংক রোডের নাভানা মোড় থেকে। বাস পুলিশ প্লাজা, গুলশান ১ ও রূপায়ন টাওয়ার হয়ে গুলশান ২ নম্বর গোলচত্বর পর্যন্ত যাবে। আরেক রুটের বাস ছাড়বে কাকলী মোড় থেকে। বনানী বাজার, গুলশান ২ নম্বর হয়ে যাবে নতুন বাজার।
বাস সেবা ছাড়াও গুলশানে ২০০, বনানীতে ২০০, বারিধারা ও নিকেতনে ৫০টি করে বিশেষ রঙের রিকশা চলবে। রিকশাচালক ও মালিকদের বিস্তারিত পরিচয় নেওয়া হয়েছে। একটি রিকশার জন্য চালক থাকছেন তিনজন। বিভিন্ন গন্তব্যের ভাড়া নির্ধারণ করে বানানো তালিকা প্রতি রিকশায় লাগিয়ে দেওয়া হয়েছে।
গুলশান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে এবং যানজট নিরসনে রিকশা চলাচল সীমিত করা হচ্ছে। বিশেষ রঙের রিকশাচালকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো তথ্য বা অভিযোগ জানানোর জন্য প্রতিটি রিকশায় একটি হটলাইন নম্বর দেওয়া আছে।
নতুন যে রিকশা নামানো হয়েছে তার ওপরের অংশ হলুদ ও নিচের অংশ কালো রং করা। চালকদের জন্য কমলা রঙের পোশাক বানানো হয়েছে। চালকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মুঠোফোন নম্বর ও বর্তমান ঠিকানা এবং মালিকের নাম, ঠিকানাসম্বলিত পরিচয়পত্র দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ওই এলাকার জন্য বিশেষ বাস ও রিকশা নামানোর কথা গত মাসে ঘোষণা দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ডিএমপির দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন।