এবিএনএ : হাটহাজারীর নাশকতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে। শুক্রবার রাতে জেলার সাতকানিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, ‘হাটহাজারীতে হেফাজতে ইসলামের নাশকতার সাথে শাহজাহান চৌধুরীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। শুক্রবার রাতে সাতকানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে হাটহাজারীর থানায় দায়ের হওয়া নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলা গ্রেফতার দেখানো হবে।’
গ্রেফতার হওয়া শাহজাহান চৌধুরী সাতকানিয়া আসনের সাবেক এমপি ছিলেন। সন্ত্রাসী গ্রুপকে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জামায়াতের সাবেক এ এমপি’র বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ নরেদ্র মোদির সফরকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ৪ জন নিহত হন।