জাতীয়বাংলাদেশলিড নিউজ

পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

এবিএনএ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিকেলে যাত্রী সমাগম কম থাকলেও সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করতে দেখা গেছে।

সোমবার (১০ মে) বিকেল পৌনে ৫টা থেকে সব ধরনের ফেরি চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওপর মহলের নির্দেশে পৌনে ৫টা থেকে সব ফেরি চলাচল শুরু হয়েছে। নির্দেশনা পাওয়ার পর থেকে পাটুরিয়া ঘাটের নোঙ্গর করা সব ফেরি চলাচল করছে। যাত্রী তেমন না থাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হয়েছে। এদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে পাটুরিয়া ঘাট এলাকার ৩নং ঘাট থেকে জরুরি যানবাহনের সঙ্গে কয়েকশো যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে একটি ফেরি।

Share this content:

Related Articles

Back to top button