এ বি এন এ : অলিম্পিকে সাঁতারে স্বর্ণ জয় করলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস। সতীর্থদের সঙ্গে ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে তিনি প্রথম স্বর্ণ পেয়েছেন। নিজের অলিম্পিক ক্যারিয়ারে ১৯ বারের মতো স্বর্ণ জিতলেন ৩১ বছর বয়সী কিংবদন্তি সাঁতারু।
অলিম্পিক গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় সোমবার সকালে আবারো পুলে ঝড় তোলেন ১৮টি স্বর্ণসহ ২২টি অলিম্পিক পদক বাড়িতে রেখে আসা ফেলপস। পঞ্চম অলিম্পিকে এসে প্রথম ইভেন্টেই স্বর্ণ জিতলেন এই জলদানব।
প্রথম লেগে এগিয়ে ছিল লন্ডন অলিম্পিকের সোনা জেতা ফ্রান্স। কিন্তু দ্বিতীয় লেগে ফেলপস জলে ঝাঁপিয়েই এগিয়ে দিলেন দলকে। সতীর্থরা লিড ধরে রেখে স্বর্ণ হাতছাড়া করেননি। রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে। অস্ট্রেলিয়া দল পায় ব্রোঞ্জ।