এ বি এন এ : পাকিস্তানের কোয়েটা এলাকায় বেসামরিক হাসপাতালে শক্তিশালী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে। এছাড়াও আরো অনেকে আহত হয়েছেন। সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি বিভাগের কাছে হাসপাতাল ভবনের গেটে বিস্ফোরণে ঘটনা ঘটে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রসচিব আকবার হারিফাল বলেছেন, বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি সকালে গুলিতে নিহত হন। তার মরদেহ হাসপাতালে আনা হলে সেখানে আইনজীবী ও সাংবাদিকরা জড়ো হন। সেসময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।
হামলার নিন্দা জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি বলেছেন, কোয়েটার হামলা পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-্এর হাত রয়েছে।
বিস্ফোরণের প্রাথমিক তদন্তের আগেই মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেন। জেহরি বলেছেন, মনে হচ্ছে এটি আত্মঘাতী হামলা। কিন্তু পুলিশ এখনো তদন্ত করছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জহুর আহমেদ আফ্রিদির ভাষ্যে, নিহতদের বেশিরভাগই আইনজীবী। আহতদের মধ্যে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বাজ মোহাম্মদ কাকার রয়েছেন।
কোয়াটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার ঘটনার পর পুলিশের আইজি এ.ডি খাওয়াজা সিন্ধু প্রদেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হামলায় ঘটনায় নিন্দা জানিয়েছে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।