এ বি এন এ : যুক্তরাষ্ট্রের সংবিধানের পকেট সংস্করণ হু হু করে বিক্রি হচ্ছে।
ইরাকে নিহত মুসলিম সেনার বাবা খিজির খান ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করার সময় নিজের পকেট থেকে সংবিধানের একটি কপি বের করে দেখান। খিজির খানের দাবি, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ করতে না দেওয়া নিয়ে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, তা সংবিধানের পরিপন্থি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণকারী আইনজীবী খিজির খান পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার ছেলে ক্যাপ্টেন হুমায়ুন খান যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের সময় ২০০৪ সালে মারা যান। দেশের জন্য ছেলের আত্মত্যাগ স্মরণ করে বক্তব্য দেওয়ার সময় খিজির খান ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্প দেশের জন্য কিছুই উৎসর্গ করেননি।
এ নিয়ে ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে খিজির খানের স্ত্রী গাজালা খানকে আক্রমণ করে মন্তব্য করেন। খিজির খানের পরিবার ও ট্রাম্পের মধ্যে এ নিয়ে কয়েক দফা বিতর্ক হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো দুই পক্ষের যুক্তিতর্ক তুলে ধরে কয়েক দিন ধরে সম্প্রচার চালিয়ে যাচ্ছে।
এদিকে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে খিজির খান সংবিধানের পকেট কপি দেখানোর পর এর বিক্রি বেড়ে গেছে অভাবনীভাবে।
আমাজনের বেস্ট সেলার লিস্টে ‘হ্যারি পটার অ্যান্ড ক্রুসেড চাই্ল্ড’-এর পরই দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের সংবিধানের পকেট সংস্করণ। আর যুক্তরাষ্ট্রের ইতিহাস ক্যাটাগরিতে এটি আছে সবার ওপরে। ৫২ পৃষ্ঠার পকেট সংস্করণ আমাজন বিক্রি করছে ১ ডলারে।
তবে খিজির খান যে সংস্করণের পকেট কপি সম্মেলনে দেখিয়েছিলেন, সেটি ছাড়াও অন্য সংস্করণের পকেট কপি বিক্রি হচ্ছে। ‘দি ইউএস কন্সটিউটিশন অ্যান্ড ফ্যাসিনেটিং ফ্যাক্টস অ্যাবাউট ইট’ শীর্ষক পকেট সংস্করণটির সব কপিই বিক্রি হয়ে গেছে।
ওক হিল পাবলিশিং কোম্পানির প্রেসিডেন্ট কেইর ওয়ালটন জানিয়েছেন, তাদের কাছে থাকা ‘দি ইউএস কন্সটিউটিশন অ্যান্ড ফ্যাসিনেটিং ফ্যাক্টস অ্যাবাউট ইট’-এর সব কপি বিক্রি হয়ে গেছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর তাদের প্রকাশনা প্রতিষ্ঠান কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়নি।
ওয়ালটন আরো জানিয়েছেন, তিনি নতুন করে ১ লাখ ৫০ হাজার কপি বাজারে ছেড়েছেন। ডেমোক্রেটিক সম্মেলনে খিজির খান সংবিধানের কপি তুলে ধরার পর এর বিক্রি হু হু করে বেড়ে গেছে বলে ‘শতভাগ নিশ্চিত’ তিনি।
কেইর ওয়ালটন মনে করেন, এটি খুবই উৎসাহব্যঞ্জক বিষয় যে, এ সুযোগে অনেকে সংবিধান সম্পর্কে জানতে পারছেন। সংবিধান প্রণয়ন থেকে আজ পর্যন্ত এটি সমানভাবে চিত্তাকর্ষক।