আমেরিকালিড নিউজ

বাবা তোমাকে ভালোবাসি: ইভানকা

এবিএনএ : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে টুইটারে পোস্ট দিয়েছেন তার মেয়ে ইভানকা ও ছেলে এরিক। বিবিসির এক খবরে এমন তথ্য জানা গেছে। ট্রাম্প বর্তমানে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন।

হোয়াইট হাউস বলছে, করোনা সংক্রমিত হওয়ায় কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। তার চিকিৎসায় পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকেরা। ইভানকা টুইটে জানান, আপনি যোদ্ধা এবং একে পরাস্ত করবেন। আমি তোমাকে ভালোবাসি বাবা।

টুইটে একটি ভিডিও বার্তাও জুড়ে দিয়েছেন ইভানকা। ওই ভিডিও বার্তাটি হাসপাতালে যাওয়ার আগে রেকর্ড করেন ট্রাম্প। এদিকে টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে আমি খুব ভালো আছি। তবে আসলেই সবকিছু ঠিকঠাক আছে কিনা; তা নিশ্চিত হতে কিছু পরীক্ষা করতে হবে। ফার্স্ট লেডিও খুব ভালো আছেন। আপনাদের ‍অসংখ্য ধন্যবাদ। ট্রাম্পকে ওলটার রিড হাসপাতালের প্রেসিডেন্টশিয়াল স্যুটে ভর্তি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী কয়েদিন ট্রাম্প সেখানে থেকেই নিজ দায়িত্ব পালন করবেন বলে জানান তার প্রেস সচিব কেইলি ম্যাকএন্যানি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বার্ষিক চেক-আপের জন্য এই স্যুটে রাখা হয়। ম্যাকএন্যানি বলেন, মৃদু উপসর্গ দেখা দিলেও প্রেসিডেন্ট ‍মানসিকভাবে চাঙ্গা আছেন এবং আজ সারাদিন কাজ করেছেন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায় শুক্রবার সন্ধ্যার দিকে ট্রাম্প সমর্থকদের ছোট একটি দল ‘ট্রাম্প ২০২০’ লেখা পতাকা হাতে ওলটার রিড হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। তাদের বেশিরভাগের মুখেই মাস্ক নেই। ৭৪ বছরের ট্রাম্পের মৃদু জ্বর আছে। দুর্বলতাও দেখা দিয়েছে।

Share this content:

Related Articles

Back to top button