এ বি এন এ : যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের কাছে জনপ্রিয় একটি ভিডিও গেম ‘পোকেমন গো’। তবে ভার্চুয়াল রিয়েলিটির এই গেমটি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে দেশটি। এরই ধারাবাহিকতায় পোকেমন গো কি খেলে এমন শিশুদের নিরাপত্তায় প্যারোলে মুক্তি পাওয়া তিন হাজার নিবন্ধিত যৌন অপরাধীর খেলাটি থেকে বিরত রাখতে কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। কুমো বলেন, “নিউইয়র্কের শিশুদের রক্ষার বিষয়টি গুরুত্বের দিক থেকে এক নাম্বার, আর যেহেতু প্রযুক্তি বিবর্তিত হচ্ছে, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে, উন্নতি যাতে বিপজ্জনক শিকারীদের নতুন শিকার ধরার জায়গা না হয়ে যায়। এই পদক্ষেপ এই অগমেন্টেড রিয়ালিটি গেইমগুলোর খেলোয়াড়দের সুরক্ষা দেবে আর যারা আমাদের শিশুদের ক্ষতি করতে চাচ্ছে তাদের দূর করতে আরও সহায়তা করবে।” একই সঙ্গে যৌন হয়রানিকারীদের পোকেমন গো থেকে দূরে রাখতে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটিকের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন কুমো। তবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
Share this content: