জাতীয়বাংলাদেশলিড নিউজ

এক লাখ চারা রোপণ করবে ডিএসসিসি

এবিএনএ : বনানয় বাড়াতে এক লাখ গাছের চারা রোপণ করার লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে এ তথ্য জানানা ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মেয়র তাপস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে যে ১ কোটি গাছের চারা রোপণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, ডিএসসিসি মাননীয় প্রধানমন্ত্রীর সেই মহতী অভিযাত্রায় যোগ্য অংশীদার হতে চান। সে লক্ষ্যে আজ হতে ডিএসসিসি’র আওতাভুক্ত এলাকায় এক লাখ গাছের চারা রোপণ করা হবে।‘ ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘বাংলাদেশে বনায়ন বৃদ্ধি করার জন্য, পরিবেশ সুসংহত করার জন্য ডিএসসিসি আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাব্যাপী এক লাখ চারা গাছ রোপণ কার্যক্রম শুরু হলো।‘

তিনি নগর ভবন প্রাঙ্গণে তিনটি কৃষ্ণচূড়া ও দুইটি রাধাচূড়া গাছের চারা রোপণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button