এ বি এন এ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি দমনের যুদ্ধ চলছে এখন, উন্নয়নের যুদ্ধ চলছে, সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধ চলছে। এ তিন যুদ্ধে জেলা প্রশাসকদের সংবিধানের নির্দেশিত চার নীতির উপরে থেকে ভূমিকা রাখার জায়গা আছে। আমরা মনে করি গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এ তিন যুদ্ধে যথাযথ ভূমিকা রাখা ডিসিদের সাংবিধানিক দায়িত্ব। আমরা সেই কর্তব্য পালনের আহ্বান জানিয়েছি।
শুক্রবার সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র নিবন্ধন দেয়ার দায়িত্ব জেলা প্রশাসকদের। যে আইনটা আছে সেখানেই উল্লেখ আছে কীভাবে দিতে হবে, কীভাবে সংবাদপত্র বাতিল হয় এ এখতিয়ারটা ডিসিদের হাতেই আছে। এ বিষয়ে নতুন কিছু বিধান গত সাত বছরে করা হয়নি। আগের আইনই পালন করা হচ্ছে। এর বাইরে কিছু নয়।
তিনি আরো বলেন, ডিসিরা তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলো সমাধানের চেষ্টা করবে সরকার।